মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে চিনি আতব ধানের দাম বেড়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। মহাদেবপুর সদর সহ বিভিন্ন হাটবাজারে খোজ নিয়ে জানা গেছে প্রতি মন চিনি আতব ধান ২ হাজার ২ শ টাকা থেকে ২ হাজার ৩ শ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এই সময় এ ধান ১৬ শ থেকে ১৭ শ টাকায় মন দরে বিক্রি হয়েছে বলে কৃষকরা জানান। উপজেলার কালুশহর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক জানান, অন্যান্য বছরের তুলনায় দাম বেশি থাকায় চিনি আতব ধান চাষে এবার লাভ বেশি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে উপজেলা এবার ২৮ হাজার ৯ শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন চাশ হয়েছে। এর মধ্যে স্থানীয় জাতের চিনি আতব ধানের আবাদ হয়েছে ১১ হাজার ১০ হেক্টর জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মুহাম্মদ এরশাদ জানান, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সঠিক পরামর্শে কৃষকরা এবার চিনি আতব ধান চাষ করে লাভবান হয়েছেন।