মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ডনবস্কো ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে প্রাক বড় দিন উৎসব পালন ও স্কুল ঘর আশির্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাটশাল ডনবস্কো ওয়েল ফেয়ার সেন্টারে এ উপলক্ষে কেক কাটা হয় এবং শিশুরা নৃত্য-গান পরিবেশন করেন। ডনবস্কো ওয়েল ফেয়ার সেন্টারের ইনচার্জ ফাদার এমিল এক্কার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবন কেরকেটা, ফাদার সুবল কুজুর, ফাদার পাত্রাশ হাজদা, সিস্টার কনিকা প্রমুখ। প্রাক বড় দিন অনুষ্ঠানে নাটশাল ডনবস্কো ওয়েল ফেয়ারের উদ্যোগে স্থাপিত ইংলিশ ভার্সন বিদ্যালয়ের জন্য বিদ্যালয় ঘর আশির্বাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।