মাসুদ রানা রাব্বানী রাজশাহী: রাজশাহী মহানগরীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ^বিদ্যালয় কাজলাগেটের সামনে এ ঘটনা ঘটে। সোমবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। তিনি জানান, বানেশ^র থেকে একটি ট্রাক পাটখড়ি নিয়ে কাশিয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ট্রাকটি কাজলায় আসলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে দৃর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, পুরো ট্রাকটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আগুন নেভায়। ততক্ষনে ট্রাকটি পুরোটা পুড়ে যায়।
ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ট্রাকটির মালিক বাদী হয়ে মামলা করবেন। মামলা হলে অপরাধীদের আটকে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান ওসি।