1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত: আইএসপিআর জয়পুরহাটে আবারো কাটা তারের বেড়া দেওয়ার চেষ্টা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই-লক্ষ্মীপুরে জামায়াত আমির ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামজ আদায় করলেন তারেক রহমান যে যার অবস্থান থেকে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানোর আহবান তারেক রহমানের বিএনপি সরকার গঠন করলে শুধু বগুড়া নয় সারাদেশে উন্নয়ন করা হবে- তারেক রহমান আমরা ক্ষমতায় গেলে রাজশাহী অঞ্চলের উন্নয়নকাজ, পদ্মা ব্যারাজ নির্মাণ করব- তারেক রহমান প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের অধিকার কেড়ে নিতে দেব না-জামায়াত আমির

১২ দফা দাবিসহ আদিবাসী ছাত্র পরিষদের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী ছাত্র পরিষদের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা সাংবিধানিক স্বীকৃতিসহ ১২ দফা দাবি উপস্থাপন করেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে র‌্যালি করেন তারা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদণি করে ডিনস্ কমপ্লেক্সের সামনে মিলিত হোন। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন চলাকালে ১২ দফা দাবি উত্থাপন করে পরিষদের সহ-সভাপতি সাবিত্রি হেমবর্ম বলেন, বিভিন্ন সময়ে আমরা শিাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি। আমাদের নারীরা বিভিন্ন সময়ে হয়েছে লাঞ্ছিত। আদিবাসী ছাত্র পরিষদ এসব অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেছে। আমাদের অধিকার আদারে আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকব।
এসময় তিনি ১২ দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো আদিবাসীদের নিজস্ব আত্মপরিচয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ও আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী অধিকার আইন প্রনয়ণ, আদিবাসী বিষয়ক জাতীয় কমিশন ও মন্ত্রণালয় গঠন, আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিা ব্যবস্থা চালু, দেশের সকল সরকারি শিা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ৫% সংরতি আসন, আদিবাসীদের সংস্কৃতি, জীবন ও ঐতিহাসিক সংগ্রামসমূহ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, আদিবাসী ভাষাসমূহকে বিশ্ববিদ্যালয়গুলোর ভাষা বিভাগের অন্তর্ভুক্ত, আদিবাসীদের জন্য উচ্চশিা, প্রথম দ্বিতীয় শ্রেণিসহ সকল সরকারি চাকুরীতে আদিবাসীদের বিশেষ ৫% কোটা সংরণ ও বাস্তবায়ন, আদিবাসী শিার্থীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা, প্রত্যেক বিভাগীয় ও জেলা শহরে আদিবাসী শিার্থীদের জন্য হোস্টেল নির্মাণ, সমতলের আদিবাসী শিার্থীদের উচ্চ শিার জন্য বিদেশে পড়াশুনার সুযোগ, আদিবাসী অধ্যুষিত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আদিবাসী শিক নিয়োগ এবং শিাপ্রতিষ্ঠান গড়ে তোলা, সরকারি গেজেটে বাদপড়া আদিবাসী জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত ইত্যাদি।
এ সময় পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডার সঞ্চালনায় ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বারজান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি দেশ পরিচালনা হতো তাহলে আজ আলাদা আলাদা পরিচয়ের দরকার হতো না। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ এই ভেদাভেদ দূর করার জন্যই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। ১৯৭৫ সালে দেশে যদি এমন ঘটনা না হতো, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো তাহলে আমাদের দেশে আজ এরকম অবস্থা হতো না।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইবিএস অধ্যাপক ড. সরোচিষ সরকার, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহাবুবা কানিজ কেয়া, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ সভাপতি জিনিচ চাকমাসহ শতাধিক আদিবাসী শিার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies