মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব ও সততার চর্চার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোর পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁর সহকারী পরিচালক মো: তানভির আহমেদ। গতকাল রবিবার তিনি উপজেলার সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের স্থাপিত সততা স্টোর পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো: আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এর আগে সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ হল রুমে নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ। বিশেষ অথিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক তানভির আহমেদ, উপসহকারী পরিচালক মো: আল মামুন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি অধ্যাপক (অব) আব্দুর রশিদ। আলোচনা সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের নিয়োগপত্র প্রদান করা হয়।