পাকিস্তানে আগামী বছরের ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন (ইসিপি) বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে বিষয়টি অবগত করেছে। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে একটি শুনানিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন পেছানোর বিপক্ষে দেশটির সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েন (এসসিবিএ) ও সাবেক ক্ষমতাসীন দল ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং আরো কয়েকটি পক্ষ এ বিষয়ে আবেদন করে।
আজ ইসিপির আইনজীবী সাজিল স্বতি আদালতকে জানান, সীমানা নির্ধারণের কার্যক্রম শেষ করে আগামী ১১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণের কাজটি আগামী ৩০ নভেম্বর শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
তিনি উচ্চ আদালতকে আরো জানান, সীমানা নির্ধারণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম জানুয়ারির ২৯ তারিখের মধ্যে সম্পন্ন হবে।
তিনি আরো জানান, সীমানা নির্ধারণ কার্যক্রম শেষ হওয়ার পর ৩ থেকে ৫ দিন লাগবে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে। এরপর যদি আমরা ডিসেম্বরের ৫ তারিখ থেকে ৫৪ দিন হিসাব করি তাহলে সে দিনটি দাঁড়ায় ২৯ জানুয়ারি।
সূত্র : দি নিউজ