মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজপাড়া থানার লীপুর আইডি বাগানপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আরিফ হোসেন (২৮) ও মোঃ ছানাউল্লাহ (২১)। আরিফ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হাতিবান্দা গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে ও ছানাউল্লাহ বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রিস্টানপাড়ার মোঃ আওয়ালের ছেলে।
অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁর সঙ্গীয় ফোর্স।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন রাজপাড়া থানার লীপুর আইডি বাগানপাড়া এলাকায় তিনজন গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদেও ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টায় সেখানে অভিযান চালিয়ে মোঃ আরিফ হোসেন ও মোঃ ছানাউল্লাহকে গ্রেফতার করা হয়। অপর একজন নাম জীবন একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃতদেও কাছ থেকে ও পলাতক জীবনের ফেলে যাওয়া বস্তা থেকে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।