মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য উল্লেখ্য পূর্বক প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক্-স্বাধীনতা নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তথ্যপ্রাপ্তির অধিকার এই মৌলিক অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হলে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন স্থায়ী হবে। সোমবার (৯ অক্টোবর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কে বিভাগীয় প্রশাসনের আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
বিভাগীয় কমিশনার আরো বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ল্েয তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। কেননা, তথ্য অধিকার আইন জনগণের আইন। ইন্টারনেটের সুফলে দ্রুত সময়ের মধ্যে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। বর্তমান সময়ে তথ্য প্রাপ্তির েেত্র জনগণের হয়রানি বহুলাংশে কমে এসেছে।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জসীম উদ্দিন হায়দার এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ডিআইজি রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (অপরাধ ব্যবস্থাপনা) মোঃ আব্দুস সালাম, জেলা প্রশাসক শামীম আহমেদ।
উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।
মুক্ত আলোচনায় অংশ নেন, বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপপরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খাঁন চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান, পরিবেশ অধিদফতর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মাহমুদা পারভীন, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ আব্দুর রব ঢালী, জেলা শিা অফিসার মোহাঃ নাসির উদ্দিন।