মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের টিসিআরপি প্রকল্পের উদ্যোগে বুধবার উপজেলার দুলালপাড়া মিশন হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল দশটায় দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ। আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা বিরোক এক্কা, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন ও টিসিআরপি প্রকল্পের আঞ্চলিক এমিনেটর মার্সেলিনা বাসকে ও ফিল্ড এমিনেটর লিনা বিশ্বাস। সেমিনারে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, আদিবাসী নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।