বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালন করেছে উপজেলা প্রশাসন। ” সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সাইদুল ইসলাম, তথ্য আপা সন্ধ্যা লিন্ডুয়ার প্রমুখ।