কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ আগামী ১১জুলাই বিশ্বজনসংখ্যা দিবস উপলক্ষ্য জয়পুরহাটের কালাইয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কালাই উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মিলনায়তে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
কালাই উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. মাহমুদুল হাসান-এর সঞ্চালনায় উক্ত এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, উপজেলার নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. শীতেন্দ্র, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমএমও ডা. জুয়েল আহম্মেদ প্রমখ। এসময় কালাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আগামী ১১জুলাই বিশ্বজনসংখ্যা দিবস উপলক্ষ্য এলাকায় স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে জন্ম নিরোধক হিসেবে খাবার বড়ি, কনডম ও ইনজেকশনের উপর মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা কার্যক্রম ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে এ মর্মে এ্যাডভোকেসি সভায় জানানো হয়।