মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে কাঁচা মরিচের দাম আকাশ ছুঁয়েছে। এক কেজি কাঁচা মরিচের দাম ৪০০ টাকা, আবার কোথাও ৫০০ টাকা। দিনমুজুর ও মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতে বাজার দর অনেকটাই বেড়েছে গত কয়েকদিনে। তবে কাঁচা মরিচের, আদার দাম যেন আকাঁশ ছুঁয়েছে। ঈদের আগেও রাজশাহীতে কাঁচা মরিচের দাম ছিলো ৩০০-৩২০ টাকা। ঈদের পর হঠাৎ করেই দাম বেড়ে ৫০০ টাকা ঠেকেছে। রাজশাহীর সাহেব বাজারে রবিবার ৪০০/৫০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
বর্ষার জন্য বেশিরভাগ জমির কাঁচা মরিচ নষ্ট হয়েছে। ফলে চাহিদা ও জোগানে সামঞ্জস্য নেই। সেই জন্যই এই মূল্যবৃদ্ধি বলে জানা যাচ্ছে। চলতি বছরে মুল্যবৃদ্ধিতে রেকর্ড। কাঁচা মরিচের ফলন ভাল হয়নি বলে জানিয়েছেন কৃষি দফতরের কর্মকর্তারা।
কাঁচা মরিচ কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে দিনমুজুর ও মধ্যবিত্তরা। কবে দাম কমবে, এখনই বলতে পারছেন না রাজশাহীর আড়তদাররা।