মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে অধিকাংশ গ্রামীণ পাকা সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে এসব সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়কের অনেক স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। খোঁজ নিয়ে জানাগেছে ২০০১-২০০৫ পর্যন্ত এ উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক পাকা করা হয়। দীর্ঘদিন এ পাকা সড়ক সংস্কার না করায় অনেক সড়কের পিচ ও ইট বালি খোয়া উঠে গিয়ে বর্ষার কাদায় একাকার হয়ে গেছে। এসব সড়ক সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধরনা দিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সরেজমিনে শিবগঞ্জ থেকে শিবরামপুর মাদ্রাসার মোড় পর্যন্ত সড়কে গিয়ে দেখা যায় কার্পেটিং, ইট-খোয়া উঠে তৈরি হয়েছে খানাখন্দ। গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। কোথাও কোথাও সড়কের দু’ধার ভেঙে সংকুচিত হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ মালামাল পরিবহণ। শুধু এ সড়কই নয় উপজেলার সফাপুর, হাতুড়, ভীমপুরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়ক গুলোরও একই অবস্থা। এ ব্যাপারে মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সৈকত দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক গুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থবরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার করা হবে।