মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ২০৪১ সালের মধ্যে জলবায়ু সহিষ্ণু উচ্চ আয়ের দেশে পরিণত হবার লক্ষ্যে সরকার ২০২১ সালে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করে। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ¦ালানী নিশ্চিত করার অঙ্গিকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের জলবায়ু সন্মেলনে তিনি এই ঘোষনা দেন। শনিবার (২৪ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর অলকার মোড়ে বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট-বিডাব্লুজিইডি, ক্লিন এবং পরিবর্তনের যৌথ উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। ১৮-২৪ জুন জ¦ালানী ন্যায্যতা সপ্তাহ পালনের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। পরিবর্তন পরিচালক রাশেদ রিপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাড দিল সেতারা চুনি, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, সম্পাদক অঞ্জনা সরকার, অগ্নি প্রকল্পের সমন্বয়কারী হাসিবুল হাসান এবং সাবেক ছাত্র নেতা মনিমুল ইসলাম।
বক্তারা বলেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশান এজেন্সি জাইকা বাংলাদেশের জন্য সমন্বিত জালানী ও বিদ্যুৎ মহাপরিকল্পনা বা আইইপিএমপি প্রনয়ন করেছে। কয়লা ও তরলিকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সমৃদ্ধ এই পরিকল্পনা মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। জাইকা প্রনীত এই পরিকল্পনায় সাধারণ মানুষের কোনো মতামত নেয়া হয়নি। শুধু মাত্র ৪৭ জন জাপানি বিশেষজ্ঞ এটি প্রনয়ন করেছেন। বাংলাদেশে স্বার্থে এই পরিকল্পনা প্রত্যাহার একান্ত জরুরী। তারা আইইপিএমপি বাতিল করে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আহবান জানান।