রাজশাহী: রাজশাহীতে ১টি বিদেশী পিস্তলসহ মোঃ মিঠুন প্রামাণিক (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৫ জুন) রাত পোনে ১১টায় জেলার বাঘা থানাধীন ভানুকর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মোঃ মিঠুন প্রামাণিক রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া গ্রামের মোঃ আসলাম প্রামাণিকের ছেলে।
শুক্রবার (১৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যার-৫। অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় বাঘা থানাধীন ভানুকার সাকিনাস্থ মোঃ আনসার মন্ডল (৭৫) এর বসত বাড়ীর দক্ষিণ দিকে আম বাগানের মধ্যে একজন ব্যক্তি সন্দেহজনক দ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পোনে ১১টায় সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মোঃ মিঠুন প্রামাণিক গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ২ রাইন্ড গুলি ও নগদ ২০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।