বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ (ল্যাম্ব হাসপাতাল), পার্বতীপুর, দিনাজপুর এর বাস্তবায়নে এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ১৪ জুন বেলা ১১ টায় হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত অবিতকরণ সভায় শুরুতে পবিএ কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক হাসানুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ( ভূমি) আতিয়া খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামন, ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, প্রোগ্রাম সহকারী তোজাম্মেল হক, ভুক্তভোগী মুক্তা বেগম প্রমুখ। উক্ত সভায় বদলগাছী উপজেলায় কর্মরত ১৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।