বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, মহিলা দলের সভানেত্রী শাম্মী আক্তার, গোলাম রাব্বানী মুকুল সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি /সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সভায় সংগঠনকে শক্তিশালী করা এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর আলোচনা করেন নেতৃবৃন্দ।