পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে নুরুল ইসলামঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকায় গড়ে উঠেছে পবনাপুর মহিলা কলে। অবকাঠামো উন্নয়নের দিকে কলেজটি অত্রন্ত গুরুত্ব বহন করে। ২০০০ সালে ওই এলাকার দানশীল ব্যক্তি আঃ মনছু আহম্মেদের সহযোগিত ও জমি দানে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নে গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক আঃ সবুর একটি ৬ কক্ষ বিশিষ্ট টিনসেড ঘর এবং একটি ২ কক্ষ বিশিষ্ট বিল্ডিং নির্মাণে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
কলেজটি অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রথমে বই ফ্রি, ভর্তি ফ্রি এবং কলেজ কর্তৃপক্ষের অর্থায়নে ফমর ফিলাপ করে দেয়ায় সেখানে শিক্ষার্থী ভর্তির হিড়িক পড়ে। সময়ের ব্যবধানে কলেজটিতে বর্তমানে অধ্যায়নরত রয়েছে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। সুন্দর মনোরম ও কোলাহলমুক্ত পরিবেশে এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ভাল হওয়ায় কর্তৃপক্ষের নজের আসে। ফলে ২০১৮ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেরে শিক্ষক-কর্মচালীর সংখ্যা ৪৫ জন। অবকাঠামো উন্নয়ন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০১৯ সালে নতুন একটি বিল্ডিং ঘর নির্মাণ করে। বর্তমানে কলেজের নিয়ম অনুযায়ী সকল শর্তপূরণ হলেও প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।