শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কুমারখালীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় কুমারখালী উপজেলা বিএনপির উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ। বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও কুষ্টিয়া জেলা মৎস্যজীবি দলের আহবায়ক অধ্যাপক নুরুল ইসলাম আসাদ, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ওহিদুল ইসলাম সাবু, আমিরুল ইসলাম, কুমারখালী উপজেলা বিএনপির নেতা সেলিম রেজা মন্ডল। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মওলানা আব্দুস সালাম। দোয়া মাহফিল শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।