মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক ও সুপার ভাইজারদের ২ দিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে গত রবিবার এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ সাফিয়া আকতার অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক দিলিপ কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও কারিতাসের জেলা পোগ্রাম অফিসার মোঃ আবুল বাশার মোল্লা। ২ দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালার মাস্টার ট্রেইনার ছিলেন কারিতাসের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার বিরোক এক্কা ও কড়িদহ টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। প্রশিক্ষন কর্মশালায় ৩৬ জন শিক্ষক ও ৩ জন সুপার ভাইজার অংশগ্রহণ করেন।