বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব “মা” দিবস-২০২৩ পালন করেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এই দিবস পালন উপলক্ষে ১৪ মে রবিবার সকাল ১১ টায় আইজিএ প্রশিক্ষণ ভেন্যুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, খাদ্য কর্মকর্তা সাবরিনা ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানজার সাইদুল ইসলাম, তথ্য আপা সন্ধ্যা লিন্ডুয়ার,নারী সংগঠনের মুনিরা বেগম প্রমুখ।