পাবনা প্রতিনিধি: র্যালি, সমাবেশ, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার (০১ মে) দিবসটি পালনে সকাল ১১টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শ্রমিক নেতা শেখ রনির নেতৃত্বে র্যালী বের করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। পরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে শহরের স্বাধীনতা চত্বরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন ও জেলা অটোবাইক মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে যৌথ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামিল হোসেনের পরিচালনায় সামবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন প্রমুখ।
পরে সেখান থেকে র্যালি বের করা হয়। র্যালিটি পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে আবার স্বাধীনতা চত্বরে ফিরে শেষ হয়।
অপরদিকে, পাবনা জেলা শ্রমিক দলের উদ্যোগে বিশাল র্যালি বের করা হয়। দুপুর ১২টার দিকে গোপালপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের আব্দুল হামিদ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির সদস্য ও পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ।
এছাড়াও মে দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা ট্রাক ট্যাংলরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, পাবনা জেলা স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়।