করোনার উচ্চ সংক্রমণের সময় ব্যাংকগুলো নিজেরাই অনলাইনে পর্ষদ সভাসহ অন্যান্য সভা আয়োজন করত। এখন করোনার সংক্রমণ কমেছে। ব্যাংকগুলো শারীরিক উপস্থিতিতে বিভিন্ন সভা করছে। তবে বাংলাদেশ ব্যাংক ব্যয় কমানো এবং বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে শারীরিক উপস্থিতির খুব প্রয়োজন না হলে অনলাইনে সভা আয়োজনের পরামর্শ দিয়েছে। আজ বুধবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের ব্যয়ে কৃচ্ছসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইনে আয়োজন করা যায় এমন সভা শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজনের পরামর্শ দেয়া হলো। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমানোর বিস্তারিত নির্দেশনা দিয়েছিল। প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ বাবদ খরচ কমানোর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়।
সূত্র : বাসস