কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামে আগুনে ভস্মীভূত হয়ে ৫ টি ঘর সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানান, রবিবার রাতে সাড়ে ১০ টার দিকে কুড়িগ্রাম সদরের ভোগডাাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিশ্বাসের খামার গ্রামের শাহজামালের বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিসের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটলে মূহুর্তেই শাহাজামাল নামের ঐ কৃষকের ৫ টি ঘর সহ যরে থাকা আসবাবপত্র, ধান চাল ও নগদ অর্থ সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।