মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে নবজাতক চুরির মামলায় এক দম্পতিকে মোট ১৫ বছরের কারাদ- দিয়েছেন আদালত।
বুধবার (৫ এপ্রিল) সকালে রাজশাহী মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন: মৌসুমি বেগম (২৩) ও তার স্বামী সজিব আলী (২৫)। তারা রাজশাহীর বোয়ালিয়ার তালাইমারীর বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ২০২১ সালের ২০ জানুয়ারি মাসুম রবি দাস তারা স্ত্রী কমলী রবি দাস শিল্পীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে তার স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। পরদিন সকালে মৌসুমি তার কাছে গিয়ে শিশুটিকে আদর করেন। শিশুটির মা বাচ্চাকে ঘুমিয়ে রেখে খাবার আনতে গেলে মৌসুমি শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
তিনি আরও বলেন, চুরি হওয়ার ২৭ ঘণ্টা পর ২৩ জানুয়ারি দুপুর ১টার দিকে নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে শিশু উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। নবজাতক উদ্ধারের পর স্মৃতি রানীর স্বামী মাসুম রবিদাস বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মানবপাচার আইনে এই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় তথ্য, উপাত্ত, যুক্তিতর্ক উপস্থাপন শেষে মৌসুমিকে ১০ বছর এবং তার স্বামী সজীবকে ৫ বছর কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ- দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।