মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার ( ২৪ ফেব্রয়ারী) দুপুর দেড়টায় গোদাগাড়ী রেলগেট কষাইপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর তানোর থানার চান্দুরা গ্রামের সাবের আলীর ছেলে সাদিকুল ইসলাম (৩৫), একই গ্রামের তুমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী (৪০) ও একই গ্রামের আহত ব্যক্তি লুৎফর রহমানের ছেলে রায়হান (৩৫)।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ৩জন মোটরসাইকেল আরোহী রাজশাহীর দিক থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাস হানিফ এন্ট্রারপ্রাইজ রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে গোদাগাড়ী রেলগেট কষাইপাড়া এলাকায় দ্রুতগতি সম্পন্ন বাসটির সাথে মোটরসাইকেলেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সাদিকুল ইসলামের মৃত হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাজ্জাক আলীর মৃত্যু হয়। তবে গুরুতর আহত রায়হানকে রামেকে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে রামেকের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান, গোদাগাড়ী উপজেলার রেলগেট কষাইপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ ট্রভেলসের সাথে রাজশাহী থেকে গোদাগাড়ীর পথে যাওয়া এক মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটেছে। যাত্রীবাহি বাসটি আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।