পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে প্রতিহিংসার বশীভূত হয়ে বসত বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে ২৫৩০ টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। একই গ্রামের তিন ব্যক্তি । এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার মনোহরপুর ইউপির তালুক ঘোড়াবান্দা গ্রামে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উক্ত গ্রামের মজিবর রহমানের ছেলে সাজু মিয়া ময়েজ উদ্দিন এর ছেলে ফয়জার রহমান ও সেরাজলের ছেলে তাজুমিয়ার বাড়ির সামনের রেকর্ড ভুক্ত রাস্তা দিয়ে প্রায় ২৫/৩০টি পরিবারের লোকজন যাতায়াত করত। বিবাদীরা প্রতিহিংসার বশীভূত হয়ে উক্ত রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে ফয়জার রহমান গং রা,। ফলে অবরুদ্ধ পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে না পারায়, আজল হক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে এ খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সরে জমিন তথ্যানুসন্ধানে গেলে গ্রামবাসীরা জানান উক্ত মৌজার ৩১২৩,৩১২৪, ও ৩১২৫ নম্বর দাগের পাশ দিয়ে রেকর্ড ভুক্ত একটি রাস্তা থাকলেও সেটি বন্ধ করে দিয়েছে, ফলে একই গ্রামের তাজুমিয়া রাজু মিয়া মাসুদ সাহেব মিয়া মাজু মিয়া হান্নান মিয়া রবিয়াল কাজল হক আলতাব সাজু শহিদুল ও বুলু মিয়ার পরিবারসহ প্রায় ৩০ টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ সাজু মিয়া জানান আমি রেকর্ড ভুক্ত রাস্তা সহ জমি খরিদ করেছি এবং সেই মোতাবেক রেকর্ড করেও নিয়েছি তাই রাস্তা বন্ধ করে দিয়েছি। অবরুদ্ধ পরিবার গুলো এ অবস্থার নিরসনকল্পে গাইবান্ধার জেলা প্রশাসক, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।