বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ফের জেঁকে বসেছে তীব্র শীতের থাবা। কয়েকদিনের শৈত্য প্রবাহের পর দিন কয়েক ঝলমলে রোদের কারনে মনে হচ্ছিল শীত বুঝি এইবারের মতো বিদায় নিলো।কিন্তু বিধিবাম ২৭ জানুয়ারী রাত থেকে ফের শৈত্য প্রবাহের মতো অবস্থার সৃষ্টি হওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দিনের বেলাতেও দেখা মিলেনি সূর্যি মামার। শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য কেউ কেউ আগুন জ্বালিয়ে রাত পোহাচ্ছেন। শীতের কারনে অনেকেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। নেহায়েত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হতে চাচ্ছেন না। বদলগাছী আবহাওয়া অফিসের তত্ত্বাবধায়ক জানান, এই ঠান্ডা আরও কয়েকদিন থাকতে পারে।