মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর রামচন্দ্রপুর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে হুমকীর মুখে পড়েছে নদী তীরবর্তী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকশ একর কৃষি জমি। এ অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. ইয়ারব আলী জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। অবৈধভাবে অতিরিক্ত গভীর করে নদী থেকে বালু উত্তোলন করায় ওই গ্রামের শতাধিক কৃষকের নদীর তীরবর্তী ফসলের জমিগুলো নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবৈধ এ বালু উত্তোলনের ফলে সিসি ব্লক দিয়ে বাঁধায় করা নদীর বাঁধটিও নদীগর্ভে বিলিন হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনকারীদের জরিমানা করা হয়। সরোজমিনে গিয়ে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।