মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বুধবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে উপজেলার আমতলী-দাড়িদহ আঞ্চলিক সড়কের মুখরজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ হায়াত আলী (৩৫)। তিনি শিবগঞ্জ সদর ইউনিয়নের আমতলী এলাকার ফতেহ আলীর ছেলে। নিহত হায়াত আলী পেশায় ট্রাক চালক ছিলেন। স্থানীয়রা জানান, প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেল যোগে দাড়িদহ বাজার থেকে নিজ বাড়ি আমতলীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হায়াত আলী। তাঁর মোটরসাইকেলে গুজিয়া মাঝপাড়া এলাকার ভোলা মিয়া নামক এক ব্যক্তি ছিলেন। একপর্যায়ে মুখরজান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দাড়িদহগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হায়াত আলী ও আরোহী ভোলা মিয়া আহত হলে হাসপাতালে নেয়ার পথে হায়াত আলী মারা যান। আহত ভোলা মিয়াকে হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম আজকের পত্রিকাকে জানান, আমি এই মাত্র বিষয়টি শুনলাম। এ বিষয়ে খোঁজ না নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছিনা।