মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুস্কৃতিকারীদের হাতে নির্যাতনের শিকার শফিকুল ইসলাম জনি (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মামলা ৪৮ ঘন্টা পেরুলেও আসামীদের গ্রেফতার করছে পুলিশ। মামলার বাদী নিহতের বড় ভাই রিয়াজ সাইদ বিপ্লবের অভিযোগ, আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও মহানগরীর রাজপাড়া থানা পুলিশ ও ওসি এসএম সিদ্দিকুর রহমান তাদের গ্রেফতার করছে না। এ নিয়ে বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১টায় মহানগরীর চন্ডিপুর এলাকার এক হাজারের মতো নারী-পূরুষরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহানগরীর চন্ডিপুর এলাকা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে মামলার বাদী রিয়াজ সাইদ বিপ্লব বলেন, আমার ছোট ভাই জনিকে হত্যা ঘটনায় গত সোমবার (৯ জানুয়ারী) মহানগরীর রাজপাড়া থানায় একটি ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং-০৯/০১/২০২৩।
মামলা আসামীরা হলো: মহানগরীর রাজপাড়া থানার কজিহাটা এলাকার মোঃ তৌফিকুর রহমান বাবু (৫২), মোঃ শাহীন (৫৫), কিশোর (২০) প্রসেনজিৎ (২২), সহ ৪/৫ জন।
কিন্তু ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও অজ্ঞাত কারনে রাজপাড়া থানা পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। অথচো সকল আসামীরা এলাকাতেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি ও চাপ দিচ্ছে। এসকল বিষয়ে মামলার বাদী রাজপাড়া থানার ওসিকেই দায়ি করেন।
মানবন্ধন শেষে বাদী ও এলাকাবাসীরা রাজশাহী আরএমপি পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল বরাবর একটি স্মারক লীপি প্রদান করেন।
স্বারকলীপিতে উল্লেখ করা হয়, আসামী তৌফিকুর রহমান বাবু ও মোঃ শাহীন পরস্পর দুই ভাই। ডেভলপারস্ প্রতিষ্ঠান মাওলা এগ্রো তাদের পারিবারিক ব্যবস্যা। তারা বিপুল অর্থ বিত্তের মালিক। তারা পুলিশকে ম্যানেজ করে ফেলেছে বলে আমরা জানতে পেরেছি। আর এ কারণেই তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করছে না।
খোদ রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান হত্যার বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। ফলে আসামীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন মাধ্যমে তারা মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। মামলা না তুললে এ ধরনের হত্যাকান্ড আরও হবে বলে আসামীরা হুমকি দিচ্ছেন। এ অবস্থায় বাদীসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার ভাইয়ের নায্য বিচার পাবোনা বলেও আশঙ্কা করছি।
জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান জানান, জনি হত্যা মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। যতদ্রুত সম্ভব আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।