জয়পুরহাট প্রতিনিধিঃ ২৮ ডিসেম্বর’২২ জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ”যুব জনগোষ্ঠী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপে সভাপতিত্ব করেন ব্র্যাকের রংপুর এরিয়া কো অর্ডিনেটর মাধুরী সূত্রধর। অনুষ্ঠানে বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার এজেএম আশিকুর রহমান ব্র্যাকের জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, প্রকল্পের জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম, শাহিদুল ইসলাম সবুজ, মিজানুর রহমান মিন্টু,
সংলাপ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা, সমাজ সেবা অফিসার, সাংবাদিক, ইয়ুথ গ্রুপের সদস্য ও কিশোর কিশোরীরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠান শেষে ইলিয়াস নিলয়, ইউসুফ আলী, নাহিদুল ইসলাম, আরিফা ইয়াসমিন ও আব্দুর বারী রিফাতের হাতে ইয়ুথ চ্যাম্পিয়ন সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।