মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে কেক কেটে উৎসব মূখর পরিবেশে পাক বড়দিন পালন করা হয়েছে। গত শনিবার উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ২৫১ এর উদ্যোগে গাহলীতে এ প্রাক বড়দিন পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান। রিগান নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএস রেভা পুরেন, প্রকল্প কর্মকর্তা রাশেদা রানী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, মহাদেবপুর উপজেলা এনজিও ফোরামের সভাপতি ওবাইদুল হক বাচ্চু প্রমূখ। বড়দিন উপলক্ষে এ অনুষ্ঠানে অতিথি ও প্রকল্পের শিশুদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে প্রকল্পের শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।