পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলার শহরের ডাঃ আব্দুল কাদের পৌর পার্কের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়। পাশাপাশি স্থানীয় ভাবে উপজেলার সকল শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড, পাঁচবিবি থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণ।
পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে র্যালি, শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা,১৯৭১সালের যুদ্ধে অংশ গ্রহণ কারি সকল শহীদদের স্মরণে সকল শহীদদের বিদেহী আত্তার শান্তি ও সকল মানব জাতির মাগফেরাত কামনা করা হয় । শেষে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে একইদিন দুপুরে জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট শামসুল আলম দুদুস্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছামসুল আলম দুদুর আমন্ত্রনে সকল মুক্তিযোদ্ধাদের প্রীতি ভোজের আয়োজন করেন।