২০১৩ সালে ‘গুম হওয়া’ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।
সুমনের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ বিষয়ে সুমনের পরিবার থেকেও কিছু বলা হয়নি।
গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক ও সুমনের বোন সানজিদা ইসলাম বলেন, ‘সরকার বারবার অসত্য বলে ঘটনাগুলো চেপে রাখতে চাইছে। এবার হয়তো তারা গুমের মামলাগুলো নিয়ে সত্যিকারের অনুসন্ধান শুরু করবে।’
সাজেদুল ইসলাম সুমন ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন ৩৮ নম্বর ওয়ার্ড কমিটির (বর্তমান ২৫ নম্বর ওয়ার্ড) সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার তার খালার বাসা থেকে র্যাব পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে নিখোঁজ আছেন এ বিএনপি নেতা।