মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে শুক্রবার পালিত হলো দুর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবেন চন্দ্র বর্মন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।