কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের ক্ষেতলালে অসহায় দুস্থ ও গরীবদের মাঝে শতাধিক মেহগুনি গাছের চারা বিতরন করা হয়। উপজেলার বড়তারা ইউনিয়নের ছোটতারা স্বেচ্ছাসেবি সংগঠন “পল্লী উন্নয়ন সেবা সংস্থার সদস্যদের উদ্যোগে গতমঙ্গলবার শতাধিক অসহায় দুস্থ ও গরীবদের মাঝে এক এক করে মেহগুনি ও ঔষধি গাছের চারা বিতরন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাজমুল খান।
বিতরন শেষে সেখানে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনাসভায় উপজেলার হোপপীলহাটা ডি,ইউ দাখিল মাদ্রাসার সভাপতি ও উপজেলার আওয়ামীলীগের সিনিয়র নেতা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. নাজমুল খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছফিউল্লা সরকার, হোপপীলহাটা ডি,ইউ দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক মো. খলিলুর রহমান খলিল, পল্লী উন্নয়ন সেবা সংস্থার সভাপতি মো. ফিরোজ হোসেন, সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ হিমু, প্রভাষক একেএম গোলাম মাসুদ, বড়তারা ইউনিয়নের ৩নং ইউপি সদস মো. ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ মো. আব্দুর রাজ্জাকসহ সংস্থার কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম প্রমুখ।