নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সদর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা আনসার ভিডিপির আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম। নওগাঁ সদর উপজেলা নিবার্হী অফিসার মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান পরিষদের আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর সেলিম সাকলাইন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা মোঃ আজিজুল রহমান প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট মোছাঃ শামিমা নাছরিন, মহাদেবপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা সেলিনা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা রানীনগর মাসুদ রানা, সদর উপজেলা ব্যাংক ব্যবস্থাপক জামাল উদ্দিন, সদর উপজেলা প্রশিক্ষক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এসময় বিশেষ আবদান রাখায় ভিডিপি সদস্য রনি হোসেনকে একটি বাইসাইকেল এবং আরিফুল ইসলাম ও খাজামুদ্দিনকে একটি করে টর্চলাইট পুরস্কার প্রদান করা হয়।