পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, এলজিইডি প্রকৌশলী শাওন ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।