বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ছলিম উদ্দিন তরফদার সেলিম এম. পি আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট -২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১৬ অক্টোবর সকাল ১১ টায় জেলা পরিযদ ডাকবাংলো মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম জামান পিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম এর বদলগাছী উপজেলা প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল। তিনি বলেন, আগামী ১৮ অক্টোবর থেকে এই আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৭ টি এবং রংপুর বিভাগের ১ টি জেলা নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করবে। খেলাগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, ক্রীড়ানুরাগী বাবর আলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।