বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (পিএএ) এবং বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার প্রথম দিন সন্ধ্যারাতে বদলগাছী উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির ও আশ্রমের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এবং বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। তাঁরা পূজা মন্ডপে পৌঁছলে কমিটির সভাপতি জীতেন্দ্রনাথ মন্ডল, সম্পাদক ইন্দ্রজিৎ কুমার মুস্তফী, রজতকান্ত গোস্বামী প্রমুখ তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। অতিথিগণ সেখানে কিছু সময় অতিবাহিত করেন এবং জেলা প্রশাসক মহোদয় মন্দিরের পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন। উল্লেখ্য, চলতি বছর বদলগাছী উপজেলার ৮ টি ইউনিয়নের ১০৬ টি স্থানে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।