মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ভোকেশনাল (ভিটিআই) কেন্দ্রে এসএসসি (ভোক) পরীক্ষায় চলছে নকলের মহোৎসব। কর্তব্যরত শিক্ষকদের সহযোগীতায় এ কেন্দ্রে নকল চলছে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালে নকলের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত এসব পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী জানান, এ কেন্দ্রের প্রায় সব পরীক্ষার্থীই নকল করে পরীক্ষা দিচ্ছিল। ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে সবাই নকল ফেলে দেয়। এসব নকল কুড়িয়ে ঝুড়িতে রাখা হয়। ম্যাজিস্ট্রেট আসার পর ৫ জন পরীক্ষার্থীর শরীর তল্লাশী করে তাদের কাছে নকল পাওয়ায় ওই ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ব্যাপারে কেন্দ্র সচিব মোঃ মামুনুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি নকলে শিক্ষকদের সহযোগীতার কথা অস্বীকার করে বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পরীক্ষার শেষ সময় এসে শরীর তল্লাশী করে নকল পাওয়ায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বহিষ্কারের সত্যতা স্বীকার করে বলেন, ওই কেন্দ্রে পরীক্ষার পরিবেশ খুবই খারাপ ছিল। নকলে সহযোগীতার সাথে কোন শিক্ষক জড়িত ছিল কিনা সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এখনো প্রতিবেদন দেননি। প্রতিবেদন পেলে জড়িত শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।