মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে পুরুষের সাথে সমানতালে মাঠে কৃষিকাজ করেও মজুরী বৈষম্যের শিকার হচ্ছেন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকরা। দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে জীবনযাত্রার ব্যয় বাড়লেও বাড়েনি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী কৃষি শ্রমিকদের মজুরী। বৈষম্যের কারণে মজুরী কম পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের এসব নারী শ্রমিকরা। এ উপজেলায় প্রায় ৫ হাজার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী কৃষি শ্রমিক রয়েছেন। তাদের পরিবার চলে ক্ষেত খামারে কৃষি কাজ করে। খোঁজ নিয়ে জানাগেছে একজন পুরুষ শ্রমিকের একদিনের মজুরী যেখানে ৪শ থেকে ৫শ টাকা সেখানে একজন নারী শ্রমিককে দেয়া হয় মাত্র ২শ টাকা। সাগরইল গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী শ্রমিক জয়ন্তী পাহান জানান, রোপা আমন ধান লাগানো, নিড়ানো ও কাটার সময় নারী শ্রমিকের চাহিদা বাড়ে। কিন্তু মজুরী বাড়েনা। ৫ বছর আগেও ২শ টাকা দিন মজুরী ছিল এখনও তাই রয়েছে। এখন ১ কেজি চালের দাম ৬০ টাকা, এই বাজারে ২শ টাকা দিন মজুরী দিয়ে কিভাবে একটি সংসার চালানো খুবই কঠিন বলে জানান, জয়ন্তী পাহানসহ অন্য নারী শ্রমিকরা। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতা ও আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া বলেন, নারী শ্রমিকদের মজুরী বৈষম্য নিয়ে অনেক সংগঠন কাজ করলেও দীর্ঘ দিনেও এ বৈষম্য দূর হয়নি। তিনি একজন নারী কৃষি শ্রমিকের মজুরী নুন্যতম ৪শ টাকা নির্ধারনের দাবী জানান।