নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এডভোকেট পীযূষ কুমার সরকার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জগণ,পুজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পুজায় করনীয় বিষয়ে আগত নেতৃবৃন্দের নিকট থেকে বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে শোনেন এবং পুজা সংক্রান্তে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহন করেন। একই সাথে পুজা উদযাপন সংক্রান্তে সরকারি নির্দেশনা সমূহের ব্যাপারে সকলকে অবগত করেন এবং সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহবান জানান।