ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধায়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। ১৮ সেপ্টেম্বর (রবিবার) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ৪শত জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউ.পি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ইউপির সদস্য আব্দুর রাজ্জাক, নুর ইসলাম,আব্দুর রশিদ, খায়রুল ইসলাম, নুর হোসেন, তহিদুল ইসলাম, ডিমলা থানার সাব-ইন্সপেক্টর জহুরুল ইসলাম, পুরুষ ডিজিটাল উদ্যোক্তা শফিকুল ইসলাম (শফিক) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।