ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান বেআইনি ও সংবিধান পরিপন্থী ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪১ এর (১) ধারার বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। রায়ে আদালত বলেছেন, সংবিধানের আর্টিকেল ২৬, ২৭ ও ৩১-এ নির্দেশনা রয়েছে সকল ক্ষেত্রেই আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের দৃষ্টিতে সকলে সমান। কিন্তু ৪১ (১) ধারায় নির্দিষ্ট একটি সেকশনকে সুরক্ষা দেয়া হয়। এমন আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে বলা আছে, মৌলিক অধিকারের পরিপন্থী যেকোনো আইন বাতিলযোগ্য হবে। আদালত আরো বলেন, দুদক আইনে ৩২ক ধারায় এমন সুরক্ষা দেয়া হলেও আদালত তা বাতিল করে এবং সরকার পক্ষ সেই রায়ের বিরুদ্ধে কোনো আপিল করে করেনি। সুতরাং, একই বিষয়ে আবারো আইন করার কোনো সুযোগ নেই। তবে এ রায়ের বিরুদ্ধে আপিলে আবেদন করা হবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, রায়ের কপি পাওয়ার পর এ রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। তিনি আরো বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি কর্মচারীদের হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়। তাদের ভোগান্তি ও হয়রানি কমাতে এই বিধান করা হয়। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো: খুরশীদ আলম খান। আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সরকারি কর্মচারীরা সাধারণ নাগরিকদের মতো আইনের দৃষ্টিতে সম অধিকার প্রাপ্ত হওয়ার নির্দেশনা সংবিধানে রয়েছে। কিন্তু সংসদ তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে আইন করে গ্রেফতারের পূর্বে সরকারের অনুমতি নেয়ার বিধান রয়েছে, যা বৈষম্যমূলক। তিনি আরো বলেন, একই ধরনের সুবিধা দিয়ে ইতোপূর্বে সংসদ আইন পাস করেছিল যা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট বাতিল করে দেন। উক্ত রায়কে অকার্যকর করার জন্য পুনরায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪১ (১) ধারা পাস করা হয়েছে। তিনি আরো বলেন, সংবিধানের আর্টিকেল ৯৪ অনুসারে বিচারকরা স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করবেন। কিন্তু এই আইন অনুসারে কোনো মামলায় চার্জশীটের আগে সরকারি কর্মকর্তাদের ব্যাপারে আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব হবে না, যা স্বাধীন বিচারের উপর হস্তক্ষেপ। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আইনের ৪১ (১) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইনের স্বাধীনতাকে খর্ব করে, এ আইন সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী। তিনি আরো বলেন, এই আইন দুদক আইনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। আইনটি ম্যালাফাইডি উদ্দেশ্যে করা হয়েছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর সরকারি চাকরি আইনের গেজেট জারি হয়। এরপর ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর এক গেজেটে বলা হয়, ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হবে। এরপর ২০১৯ সালের ১৪ অক্টোবর এর বিরুদ্ধে জনস্বার্থে এইচআরপিবি এ রিট দায়ের করে। একই বছরের ২১ অক্টোবর আদালত রুল জারি করে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪১ (১) ধারাকে কেন সংবিধানের আর্টিকেল ২৭, ২৬ ও ৩১ এর মৌলিক অধিকার পরিপন্থী হওয়ায় বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করেন। রুল শুনানি শেষে আদালত রুল যথাযথ ঘোষণা করে করে রায় দেন। এবং উক্ত সরকারি চাকরি আইনের ৪১ (১) ধারাকে মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থী বলে বাতিল ঘোষণা করেন।