বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ চায়রা দুয়ারী কিংবা রিং জাল আটক করে পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অফিস। দেশীয় প্রজাতির বিভিন্ন ছোট জাতের মাছ সংরক্ষণ এবং মাছের প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা করার লক্ষ্যে মৎস্য আইনে চায়না দুয়ারী তথা রিং জাল নিষিদ্ধ করা আছে। এই আইন বাস্তবায়নের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই নিষিদ্ধ জাল গুলো আটক করে ধ্বংস করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১৭ আগষ্ট বদলগাছী উপজেলা সদর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু রিং জাল আটক করে পুড়িয়ে দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম চলতি বছরে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ৩ হাজার মিটার এই নিষিদ্ধ রিং জাল আটক করে ধ্বংস করে দিয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।