কুড়িগ্রাম প্রতিনিধিঃ জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি, অসহনীয় লোড শেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি ও ভোলা হত্যাকান্ডের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জাহাজ ঘর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম সফি, নজিবর রহমান লেলিন, জেলা কৃষক দলের সদস্য সচিব রিপন রহমান, জেলা যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, ওয়াজেদ আলী ঝিনুক, ফারুক আহমেদ, জেলা ছাত্রদল নেতা আল আমিন, হীরক প্রমুখ। বক্তারা অবিলম্বে জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবী জানান। অবিলম্বে ভোলার হত্যাকান্ডে সুষ্ঠু বিচার না হলে এক দফার আন্দোলন শুরুর হুসিয়ারী দেন।