বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে শোকাবহ আগষ্ট মাসের বিভিন্ন দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার(ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান, ওসি ( তদন্ত) রায়হান হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ। উক্ত সভায় ৫ আগষ্ট ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে কর্মসূচি গ্রহন করা হয়। উক্ত সকল কর্মসূচীতে সকলের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের বলা হয়। সভায় সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিক অংশ গ্রহণ করেন।