বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ সফল ভাবে সমাপ্ত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর শুভ উদ্বোধন হয়েছিল। সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে ২৯ জুলাই এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সকাল সাড়ে ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর মূল্যায়ন এবং সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের মৎস্য সেক্টরের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম, মৎস্য জীবি কোমেদ আলী, ইউনুছ মন্ডল, মৎস্য চাষী দোলন, গোলাম রাব্বানী, আড়তদার সিরাজুল ইসলাম, মৎস্য খাদ্য ব্যবসায়ী মোস্তাক আহমেদ, রাজনৈতিক কর্মী বাবর আলী, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল বারি প্রমুখ।